সোমেন সরকার
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ‘কোভিশিল্ড’ নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে এসেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় ফ্লাইটি।
তবে পূর্বঘোষিত ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাওয়ার কথা থাকলেও ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
বিমানবন্দর থেকে মহাখালীর ওয়্যার হাউজে নেয়ার জন্য দুটি ফ্রিজার গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগের পর, ৮ ফেব্রুয়ারি সারাদেশের জেলা উপজেলায় করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা। যা সারা দেশে একযোগে দেয়া হবে সরকারি হাসপাতালগুলোয়।