দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল বুধবার পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৯৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ১ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৮৪২ পরিবারের মাঝে ১ লাখ ৯৮ হাজার ২৩৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসব পরিবারের উপকারভোগী লোক সংখ্যা ৭ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৬৩৭ জন।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১২৫ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৮ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ১ লাখ ১২ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৪ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ২০ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ৮৫৯ জন।