তানভীর আহাম্মেদ সোনারগাঁও প্রতিনিধি :
সিআইডির ডিআইজি মো মাঈনুল হাসান বলেছেন, ইতোমধ্যে এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত সম্ভব করে এ ঘটনায় যারা দোষী তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করে শাস্তির আওতায় আনবো।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি, যখন যা প্রয়োজন তদন্তের স্বার্থে তা করা হবে। এখনো কাউকে আসামি করা কিংবা গ্রেফতার করা হয়নি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে, তারপরও তদন্তের পর আমরা বলতে পারবো। এখানে বিদ্যুতের দুটি লাইন ছিল, গ্যাসের বিষয় আছে দুটি বিষয় এবং সামগ্রিক সকল বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস, আমাদের ফরেনসিক বিভাগ রয়েছে, সবগুলো সমন্বিতভাবেই আমরা কাজ করবো।
এসময় সিআইডির অতিরিক্ত ডিআইজি ঈমাম হোসেনসহ উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিক সহ ৩৯ জন দগ্ধ হয়। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ৩১জন মৃত্যুবরণ করেন।