রংপুর প্রতিনিধি: সারাদেশে নারী ধর্ষণ, নিপীড়ন, সহিংসতা বন্ধ, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুর নগরী উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেসক্লাবের সামনে ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা’ ও সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে পৃথক ভাবে এই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ করেছে বহ্নিশিখা ও গ্রীণ ভয়েসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের পর নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন। এভাবে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।
প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর জিলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা ও গণজাগরণ মঞ্চ, জাগো রংপুর, জনতার রংপুর, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ, আমরাই পাশে রংপুর, সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনসহ ২৫টির বেশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিতে অংশ নেন।
এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রংপুর জেলা আহ্বায়ক হানিফ খান সজিব, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ চাঁদ, ইমরান কবীর, সদস্য শাহ্ আলম, ইয়াসির আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও রংপুর জেলার বিভিন্ন উপজেলাতেও থর্ষণ ও নারী নিয়াতন বিরোধী কর্মসূচি পালিত হয়।