রেখা মনি,রংপুর
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রমে আজ সকালে বিষাক্ত সাপের কামড়ে কোহিনূর( ৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের হবিবর রহমানের স্ত্রী। তার পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় মাটির উপরে টিনের বেড়া দিয়ে তৈরী ঘরে হাঁস মুরগী তুলে দরজা দিয়ে রাখে।কয়েকটি হাঁস ডিম দিচ্ছিলো,তাই কোহিনূর বেগম একটু দেরীতে আজ সকাল ৭ঃ৩০ মিনিটের দিকে দরজা খুলে হাঁস মুরগী বের করে দেয়।এর পর হাঁটু গেরে বসে অর্ধেক শরীর মুরগী ঘরে ঢুকে দিয়ে ডিম বের করার সময় তার হাটুতে সাপে কামড় দেয়।তিনি তখন ভাবছিলেন হয়ত পিঁপড়া কামড় দিয়েছে। ঘন্টা খানেক পর থেকে তার শরীর দূর্বল ও মাথা ঘুরতে থাকে, তখন পরিবারের লোকজনের সন্দেহ হয়,হয়তো কোহিনুর বেগমকে সাপে কামড় দিয়েছে। তখন স্থানীয় এক ওঝাকে খবর দিলে তিনি এসে তাকে দেখে বলেন, তাকে সাপে কেটেছে । এর পর পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।তাকে মেডিকেলে পাঠিয়ে দিয়ার পর এলাকার লোকজন ও ওঝা মুরগী ঘরে একটি ইদুরের গর্ত দেখতে পান এবং সেখানে একটু খুরতেই একটি গোখরা সাপ বেরিয়ে আসে।কোহিনুর বেগমকে নিয়ে ১২ টার দিকে হাসপাতালে পৌঁছিলে ডাঃ ভ্যাকসিন দেয়ার আগেই তার মৃত্যু হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..