আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে ২৫ ভরি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার ( ৯ জুলাই ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা । পরে তাদেরকে আদালতে পাঠানাে হয়েছে । এর আগে বুধবার ( ৮ জুলাই ) গভীর রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণ চোরাচালানের সময় তাদের আটক করা হয় । আটকরা হলেন- বশির , রুবেল , কামরুজ্জামান , দিদার -১ ও দিদার -২ । তারা দীর্ঘদিন ধরে স্বর্ণের চোরাকারবার করে আসছে বলে জানা গেছে । পুলিশ জানায় , গত রাতে ওই এলাকায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের নাইট রাউন্ড টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান । এসময় ধামরাই থানা পুলিশের সহযােগিতায় ওই প্রাইভেটকারের চালক কামরুজ্জামানসহ দিদার ১ ও দিদার ২ নামের দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । তাদের দেওয়া তথ্যমতে ধামরাইয়ের পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণসহ রুবেল ও চক্রের আরও এক সদস্য বশিরকে আটক করে পুলিশ । এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বারসহ ২৫ ভরি স্বর্ণ এবং দুটি রেডমি স্মার্ট ফোন উদ্ধার করা হয় । ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি ) দীপক চন্দ্র সাহা জানান , আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।