নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন পালন করছে মহান মে দিবস।
দিবসটিতে আজ সোমবার ( ১ মে) সকালে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০/০৯) এর সরাইগাছি মোড় শাখা আয়োজন করে এক র্যালি । র্যালিতে নেতৃত্বদেন সংগঠনটির উপজেলা সভাপতি শাহামদ্দিন।
র্যালি শেষে সরাইগাছি মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতা আব্দুল মতিন, আজিজুর রহমান ধলু, ফারুক হোসেন সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।