সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪৮, নওগা-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকার নতুন মাঝি হলেন সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। মনোনয়ন ঘোষনার সঙ্গে সঙ্গে বদলগাছীতে মিষ্টি বিতরন ও তাৎক্ষনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় সারাদেশে ২৯৮ আসনের মনোনয়ন ঘোষণা করেছেন ক্ষমতাশীল দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪ টায় নমিনেশন ঘোষণার পর পরই বিভিন্ন জায়গা হতে আগত শতশত দলীয় নেতা কর্মীরা বদলগাছী সদরে তার পার্টি অফিসে এসে উপস্থিত হন। দলীয় নেতা কর্মী বৃন্দ উপস্থিত হবার পর সবাই কে মিষ্টি মুখ করানো হয়। মিষ্টি মুখ করানোর পর সেখানে একটি মতবিনিময় সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ এর সঞ্চালনায় ও বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল আলম খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ৪৮, নওগাঁ -৩ আসনে একজন সৎ, নির্ভীক ও উচ্চ শিক্ষিত ব্যক্তিকে নৌকার নমিনেশন দিয়ে পাঠিয়েছেন। তাই আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই আসনটি আবারো জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।