মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলার ধামইরহাটে ধান বোঝাই পাওয়ার ট্রলি উল্টে এক আদিবাসী যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
১০ অক্টোবর,রবিবার বিকেলে ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার চেয়ারম্যান মোড়ে এ-ই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে,বেনিদুয়ার মিশনের ধান বোঝাই একটি পাওয়ার ট্রলি হরিতকীডাঙ্গা বাজার অভিমুখে রওনা দেয়। পথে বেনিদুয়ার চেয়ারম্যান মোড় নামকস্থানে ধান বোঝাই পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে খাদে পড়ে যায়। এতে পাওয়ার ট্রলির চালক পরেশ পাহান (২২) এর উপর পাওয়ার ট্রলির ইঞ্জিন পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
পরেশ পাহান ধামইরহাট ইউনিয়নের মইশড় মোল্লাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে। সে বেনিদুয়ার মিশনে থেকে একটি কলেজে পড়াশুনা করতো। লেখপড়ার ফাঁকে সে মিশনের বিভিন্ন কাজকর্ম করতো। ঘটনার সময় পাওয়ার ট্রলির চালক থাকলেও সে নিজেই ট্রলিটি চালাচ্ছিল।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করা হয়েছে।