নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনার লক্ষে উপজেলার নিতপুরে রাস্তঘাট ও বিভিন্ন দোকানপাটে থাকা লোকজনদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০৪ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মনজুর মোরশেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদ রেজার নেতৃত্ব মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনাব মিলন কুমার,
বীর মুক্তিযোদ্ধা ইউনূস আলী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, আনসার সদস্যসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় মাইকিং করে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক পরিধানের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি করোনা মোকাবেলায় সরকারি নেওয়া সকল পদক্ষেপ তথা বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।