মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি ‘পা’ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার
মিঠাপুর ইউনিয়নের গোবরচাঁপা-সাগরপুর রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন একটি ‘পা’ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায়
জনমনে আতংক বিরাজ করছে।
বদলগাছী থানার এসআই মনোয়ার জাহান জানান, সকালে স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে একটি বস্তা ও বিচ্ছিন্ন একটি
‘পা’ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ‘পা’ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ডিএনএ টেস্টের
রিপোর্ট পাওয়ার পর তা সিআইডিতে প্রেরণ করা হবে। ‘পা’ টি একজন মানুষের ডান পা ও পরিত্যাক্ত বস্তায় পলিথিনে
মোড়ানো দুটি হ্যান্ডগ্লোস ছিল বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..