মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার পোরশায় খাস পুকুরে বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মিনু (৫০) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত মিনু উপজেলার তেঁতুলিয়া ইউপির মুরলিয়া আদিবাসী গ্রামের মৃত দুলুর ছেলে।
এ ছাড়া ওই ঘটনায় আরো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন একই গ্রামের গোদাড়ুর ছেলে রবিন্দ্র (৩৫), সিয়ালুর ছেলে সম্রাট (৫০) ও সম্রাটের ছেলে স্বপন (৩০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মুরলিয়া গ্রামের একটি সরকারি খাস পুকুরে বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মিনু, রবিন্দ্র, সম্রাট ও স্বপন গুরুতর আহত হন এবং সন্ধ্যায় তাদের আহত অবস্থায় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মিনুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে মিনুকে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রাতেই মুরলিয়া গ্রামের ভবেশের স্ত্রী বিরবতী রানী (৩০), মনার স্ত্রী দুলালী (২৮) ও গণেশের স্ত্রী কালন্তী নামের তিন নারীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আজম খান জানান, আমরা লাশ উদ্ধার করেছি। থানায় একটি মামলা হয়ে।