নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ শহরের কেডির মোড়ে গত মঙ্গলবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারী কাজে বাধা ও পুলিশকে মারপিট করার অভিযোগে এবং সরকারী সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা
বিঘিœত করার অভিযোগ সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দু‘টি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে
এই দু‘টি মামলা দায়ের করেন। দু‘টি মামলায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ অভিযুক্ত করে এ মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত এই দু‘টি মামলায় পুলিশ অভিযান চালিয়ে
১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফপ্তারকৃতরা হলেন, , নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে, এ্যাড.এ জেড
এম রফিকুল আলম (৫৩), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাগানবাড়ি গ্রামের আনিসুর রহমানের ছেলে রবিউল ইসলাম বুলেট (৫০), নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ পুরাতন রেস্ট্রি পাড়ার মতিউর রহমানের
ছেলে আলাউদ্দিন বাবু (৫৪), ট্রাক টার্মিনাল রজাকপুর এলাকার কাশেমের ছেলে শহিদুল (৪৫), পার নওগাঁ পুরাতন রেজিঃ পাড়ার খোকার ছেলে মুকুল (৫০),পারবেলিয়া মৃত ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম রিন্টু (৪০),
জেলার মহাদেবপুর বাগানবাড়ি এলাকার মৃত খয়বর আলী মন্ডলের ছেলে আলহাজ্ব আব্দুল মতিন (৪৭), একই এলাকার তমিজ উদ্দিন এর ছেলে সাজ্জাদ হোসেন (৪৮), মৃত কাজী আহমদ আলীর ছেলে কাজী আবদুস সোবাহান (৪০), মহাদেবপুর থানার
বাজিতপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে চঞ্চল রহমান (৩৫), মহাদেবপুরের মৃত মোজাহারুল হকের ছেলে এস এম আবদুল মান্নান(৩২), মহাদেবপুর থানার পাড়ার হায়দার আলীর ছেলে ফেরদৌস আলম (৪০) মহাদেবপুর সাহিল এলাকার এমাজ উদ্দীনের
ছেলে ইখতিয়ার উদ্দিন (৩৮), নওগাঁ শহরের কেডির মোড় এলাকার ইয়ার আলীর ছেলে আব্দুল বারী (৪২)। বুধবার ৩টায় গ্রেফপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও‘সি জানান।