আব্দুল্লাহ আল মামুন:
নড়াইল জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) সম্প্রতি একটি বড় সাফল্য অর্জন করেছে। অক্টোবর মাস জুড়ে হারানো ৩০টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮০,০০০/- টাকা উদ্ধার করেছে সিসিআইসির দক্ষ টিম। আজ, ০৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে, আনুষ্ঠানিকভাবে এই উদ্ধারকৃত মোবাইল ও নগদ টাকা তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর।
সিসিআইসির অধীনে পরিচালিত এই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন এবং এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সেলটি অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার ৪টি থানা এলাকায় বিভিন্নভাবে হারানো মোবাইল এবং অনলাইন প্রতারণার শিকার ব্যক্তিদের টাকা উদ্ধারে নিরলস কাজ করে চলেছে। তাদের এই নিরলস প্রচেষ্টার ফলেই অক্টোবর মাসে ৩০টি স্মার্টফোন এবং নগদ ৮০,০০০/- টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং নগদ টাকা তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। বিভিন্ন মডেলের স্মার্টফোনসহ উদ্ধারকৃত এই সম্পদ পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে তারা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে বলেন, তারা মোবাইল ও টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সিসিআইসির সহায়তায় তারা তাদের হারানো সম্পদ পুনরুদ্ধার করতে পেরে অত্যন্ত আনন্দিত।
ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোন ও টাকা হারিয়ে গেলে তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সাথে যোগাযোগ করেন। তাদের করা সাধারণ ডায়েরি ও সরাসরি যোগাযোগের ভিত্তিতে সিসিআইসি টিম প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে। পুলিশের এ ধরনের কার্যকরী উদ্যোগ এবং আন্তরিকতার জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও (১) মীর শরিফুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ছাব্বিরুল আলম এবং সিসিআইসির ইনচার্জ মোঃ শাহ্ দারা খানসহ সিসিআইসির অন্যান্য সদস্যবৃন্দ। তারা জানান, নড়াইল জেলার জনগণের সুরক্ষায় সিসিআইসি তাদের অভিযান অব্যাহত রাখবে এবং অনলাইন প্রতারণা ও মোবাইল ফোন চুরির ঘটনার বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেবে। ভবিষ্যতে এই ধরনের উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর বলেন, নড়াইল জেলা পুলিশ সাইবার অপরাধ প্রতিরোধে এবং হারানো সম্পদ উদ্ধারে জনগণের পাশে সবসময় আছে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সাইবার ক্রাইমের মোকাবিলা করছে এবং জনগণের বিশ্বাস অর্জন করেছে। তিনি নাগরিকদের অনুরোধ করেন যেন কেউ মোবাইল ফোন বা অর্থ হারালে দ্রুত থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সিসিআইসির সহযোগিতা নেন। পুলিশ প্রশাসনের সহায়তায় তারা সহজেই তাদের হারানো সম্পদ পুনরুদ্ধার করতে সক্ষম হবেন।
নড়াইল সিসিআইসির এই সফল অভিযান শুধুমাত্র একটি উদ্ধারের ঘটনা নয়, বরং এটি সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে পুলিশের আন্তরিকতা ও দক্ষতার একটি উদাহরণ। সিসিআইসির নিরলস প্রচেষ্টা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নড়াইল জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।