নাহিদ উল ইসলাম,
নতুন ঘর বানাতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু
নওগাঁর মান্দায় নতুন ঘর বানাতে গিয়ে বিষধর সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে ঐ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বালুকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনিছুর রহমান ঐ গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের ছেলে রনি জানান, পুরোনো মাটির ঘর ভেঙে সেখানে নতুন ঘর নির্মাণের কাজ চলছে। তার বাবা ভাঙা ঘরের মাটি দিয়ে কাদা তৈরি করছিলেন। ঐ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। এরপর আনিসুরকে মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান তিনি।
তেঁতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।