সুবীর দাস, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
২৫ মার্চ ও জাতীয় গণহত্যা দিবসে একুশে পরিষদ নওগাঁ আয়োজন করে আলোর মিছিল। আলোর মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট যমুনার নদীপারে গিয়ে শেষ হয়।
এর আগে মুক্তির মোড় শহিদ মিনারে সংগঠনের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, বিন আলী পিন্টু, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আফরোজা রুমা প্রমুখ।
শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাকিস্তানি সেনারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নদীর তীর, খাল-বিলে অসংখ্য নিরীহ বাঙ্গালীকে হত্যা করে লাশ ভাসিয়ে দিয়েছিলো।
নওগাঁ জেলার আত্রাই , ছোট যমুনা, তুলসীগঙ্গা , শিব, পূণর্ভবা, নাগর, চিরি, ইরামতি, ঘুকসীখালী, ফকরনীনদী, রক্তদহ, বামনদহ, পাকুড়িয়া, ছাতড়া বিলসহ প্রায় দেড় শতাধিক জলে ও স্থলে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন।
আর এবার তাই নদীতে ২৫ মার্চ কালরাত ও জাতীয় গনহত্যা দিবস স্মরণে একুশে পরিষদ ছোট যমুনার তীরে আলোক প্রজ্জলন করে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..