
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় নারী সহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলে থাকা এক কিশোরী সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নাগরপুর থানার ওসি(তদন্ত) বাহালুল খান জানান, সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালকসহ তিন জন নিহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply