আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়নপুর গ্রামের বাসিন্দা শাহজান। শাহজাহানের বাড়িতে পারিবারিক কলোহর কারনে মমতাজকে নিয়ে ঢাকা চলে যায় ৭ বছর বয়সে । এখন বয়স তার ১৮ বছর।ঢাকা গিয়ে বাবার কাছ থেকে হারিয়ে যায় শিশু মমতাজ।হারীয়ে যাওয়ার পর এক ভদ্র লোক মমতাজকে বাসায় নিয়ে গিয়ে মেয়ের মতো লালান পালন করেন।মমতাজের পালিত বাবা মা ১১ বছর সন্তানের মতো করে বড় করেছেন। দিয়েছেন আদর ভালোবাসা।।
গত ২০ অক্টোবর আপন ঠিকানায় মমতাজকে নিয়ে তার পালিত বাবা মা,হারিয়ে যাওয়া মমতাজের পরিবারকে খুজে পেতে একটি আপডেট দেন।সেখানে মমতাজ কেদার ইউনিয়নের কথা বলেছিলেন সেটা ভূল ছিলো।বাকী ঠিকানা গুলো মোটামুটি সঠিক।
মমতাজের নিখোঁজ এর খবরটা ছরিয়ে পরে বিভিন্ন সামাজিক ইন্টারনেট এর মাধ্যমে।পরে মমতাজের গ্রামের নারায়নপুর এলাকার জাকিয়া খানম নামে তার এক আত্মীয়র চোখে পরে খবরটি।পরে জাকিয়া খানম মমতাজের বাবা মাকে ভিডিও দেখালে তারা নিশ্চিত হয় যে এটাই সেই হারিয়ে যাওয়া শিশু মমতাজ।
পরিশেষে ২৪ অক্টোবর বাবা,মা,ভাই,বোন নিশ্চিত হয়ে ফিরে গেলেন মমতাজ তার পরিবারের কাছে।
ভূরুঙ্গামারীর,নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলার সর্ব স্তরের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতাজের পালিত বাবা মাকে।