তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী, রিক্সাচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঞা, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকাইদ,
জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, ১ নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাক্স পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে এ ইফতার বিতরণ করা হয়েছে।
Leave a Reply