স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার:
গত শনিবার (২৯ শে জুলাই) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় সারা দেশে ৩০শে জুলাই রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কেন্দ্রীয় এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইলে আজ রবিবার বিকাল ৫টায় নতুন বাজার সংলগ্ন ডাক বাংলোর সামনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বর্তমান নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি এর নির্দেশে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল এর তত্ত্বাবধানে এক বিক্ষোভ সমাবেশ করে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা কর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদের মহিলা বাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি অধ্যাপক মাহুদিউল আলম সারোয়ার (সোহাগ), আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, তরুণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান রয়েল, শাহ্ আলম, আল-আমীন ভূইয়া রাহাত, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, নান্দাইল উপজেলা যুবলীগের সহ সভাপতি জাকির হোসেন খান, নান্দাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, নান্দাইল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া অপু, নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু ও সাধারণত সম্পাদক মনজিল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ, পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম সালাম সহ প্রমুখ।
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু করে নান্দাইল বাজার হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।