মো:তৌহিদুল ইসলাম নান্দাইল-ময়মনসিংহ-প্রতিনিধি-
ময়মনসিংহের নান্দাইলে স্বামীর বাড়ির ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাবিনা ইয়াসমীন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানের জননী গৃহবধূ সাবিনা ইয়াসমীন নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের পেশায় অটোরিকশা চালক খায়রুল মিয়া (২৯)’র স্ত্রী।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪:৩০ টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। তার আগে বুধবার দুপুর ১১:৩০ টার দিকে গৃহবধূর স্বামীর বাড়ির মহিলারা শিশুদের কান্না শুনে এগিয়ে গিয়ে ওই গৃহবধূকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝূলন্ত অবস্থায় দেখতে পায়।পরে বাড়ির লোকজন পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানাযায়, নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে পেশায় অটোরিকশা চালক খায়রুল মিয়ার সাথে একই উপজেলার ঝালুয়া ভটি কান্দা পাড়া এলাকার মৃত হারেছ মিয়ার মেয়ে সাবিনা ইয়াসমীনের প্রায় ৭/৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৪ বছর এবং ৩ মাস বয়সের দু’টি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়রা আরো জানান, বুধবার সকালে ওই গৃহবধূর পেশায় অটোরিকশা চালক স্বামী খায়রুল মিয়া অটোরিকশা নিয়ে বেড়িয়ে পড়েন। বেলা সাড়ে ১০ টার দিকে গৃহবধূ সাবিনা ইয়াসমীন নিজ বাড়ির পাশের একটি দোকান থেকে কথা বলার জন্য মোবাইল কার্ড কিনে নিয়ে যান। এর ঘন্টা খানেক পর দুপুর ১১:৩০ টার দিকে ওই গৃহবধূর ঘরে শিশুদের কান্নার আওয়াজ শুনে বাড়ির প্রতিবেশি মহিলারা এগিয়ে এসে সাবিনা ইয়াসমীনকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝূলন্ত অবস্থায় দেখতে পায়।পরে বাড়ির লোকজন পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে কেন বা কিভাবে এ ঘটনা ঘটেছে এর বেশি কিছু বলতে পারেননি স্থানীয়রা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনসুর আহম্মেদ এ সত্যতা নিশ্চিত করে বলেন,‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তবে লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্নহত্যা। এ ঘটনার ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।’