নারায়ণগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে (২৬) আদালতে আনা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। এর আগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে৷