রেখা মনিঃ
FacebookTwitterShare
তানজিলা হক মাইশা। শোবিজের নতুন মুখ। ছোটবেলা থেকে নাচ ও গানের সঙ্গে যুক্ত। শিল্পকলায় নাচের অনুষ্ঠান করতে গিয়ে বিজ্ঞাপনের প্রস্তাব পান। পরিচালক অনম বিশ্বাসের মাধ্যমে ২০১৮ সালে লাইট-ক্যামেরার সামনে অভিষেক হয় তার। এরপর শুরু অভিনয়ে পথচলা।
Surjodoy.com
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করে বড়পর্দায় অভিষেক মাইশার। তারপর তিনি অভিনয় করেছেন ‘কসাই’ সিনেমায়। এতে ‘পারু’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে ছিলেন কিশ্চিয়ানো তন্ময়। গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্মে আই থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রশংসায় ভাসছে পুরো টিম।
The Daily surjodoy
‘কসাই’ সিনেমায় সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা জানতে চাইলে নবাগত এ অভিনেত্রী বলেন, ‘একদম হঠাৎ করে এ সিনোমার সঙ্গে যুক্ত হওয়া। অনন্য মামুন ভাইয়া একদিন সন্ধ্যায় ফোন দিয়ে বললেন, আমরা ‘কসাই’ করছি। তোমার এই ক্যারেক্টার। ৪ তারিখ থেকে শুরু করব।’
The Daily surjodoy
গেল শীতে শুটিং হয়েছে ‘কসাই’ সিনেমার। প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা দিন-রাত পুরো টিম কাজ করেছে। সকালে ক্যামেরা ওপেন করে পরদিন ভোর ৬টায় ক্লোজ হয়েছে। অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। ‘কসাই’ সিনেমার অভিজ্ঞতা জানতে চাইলে এমনটাই জানান তানজিলা হক মাইশা।
The Daily surjodoy
সিনেমায় ‘আলী মাওলা’ শিরোনামের গানের কারণে আলোচনায় মাইশা। তন্ময়ের সঙ্গে তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। পাশাপাশি গানটি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। ‘আলী মাওলা’ গানটির কথা লিখেছেন অনন্য মামুন। লিংকনের সুর এবং সঙ্গীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঋক বসু।
The Daily surjodoy
‘আলী মাওলা’ গানটি প্রসঙ্গে মাইশা বলেন, ‘আমার অভিনীত প্রথম গান এটি। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে গানটা শুনলে বা দেখলে। অত্যন্ত পছন্দের একটি গান। সবকিছু মিলিয়ে আমার অন্যতম অর্জন ‘আলী মাওলা’ গানটি।’
The Daily surjodoy
যশোরে জন্ম হলেও মাইশার বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন তিনি। ছায়ানটে রবীন্দ্র সঙ্গীত আর নৃত্যাঞ্চলে নাচ করেছেন তিনি। ভবিষ্যতে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে দেখতে চান মাইশা। তার ভাষায়, ‘অভিনয় আমার ভালো লাগা, ভালোবাসা। আমার অভিনয়টা যেনো সবার কাছে গ্রহণযোগ্যতা পায় সেই চেষ্টাই করছি আপাতত।’
It s a wonder I got out of the store without someone filing assault charges priligy amazon uk Further embodiments provide a method of monitoring treatment of cancer, comprising administering a cancer therapy to a subject; assaying a sample from a subject diagnosed with cancer for the presence of a mutation in the estrogen receptor ESR1 gene e