কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শনিবার (১৬ জুলাই) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হাকিম।
বিকালে প্রকল্প পরিচালক সড়ক পথে চিলমারী উপজেলার পাম্পের মোড়ে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ পর্যবেক্ষণ করেন। সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের বলেন, প্রকল্পের জন্য টাকার কোন অভাব নেই। ঠিকাদারদের কাজের স্বদিচ্ছার অভাব লক্ষ্য করছি।
তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলেন, আপনারা যত তাড়াতাড়ি কাজ শেষ করবেন, তত তাড়াতাড়ি টাকা রিলিজ করে দেব। তবে দ্রুত সময়ের মধ্যে মান সম্পন্ন কাজ নিশ্চিত করতে হবে। তিনি ভবন নির্মাণ কাজের নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান , চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা উপ- প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর প্রমুখ।
গত ৩ জানুয়ারি ২০২২ ইং তারিখে চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। আগামী ৩ জানুয়ারি ২০২৩ ইং তারিখে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ৫তলা ভিত্তি বিশিষ্ট ৩য় তলা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ ১৪ হাজার টাকা।
ভবনটির প্রথম তলায় ৬টি দোকান এবং দ্বিতীয় তলায় ৬টি দোকানসহ তৃতীয় তলায় মুক্তিযোদ্ধাদের কনফারেন্স রুম ও অফিস কক্ষ নির্মাণ করা হবে। ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক ভারত উপমাহাদেশের প্রাচিনতম চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেন।