
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে একটি মৎস্যঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইলের গুয়াখোলা গ্রামের সমির বৈরাগী তার সাত বছরের ছেলে অরিন এবং ভাগ্নে রামকে নিয়ে মৎস্যঘেরে নৌকায় চড়ে জাল দিয়ে মাছ ধরছিলেন। এক পর্যায়ে নৌকা থেকে শিশু দু’টি পানিতে পড়ে যায়। তবে সমির বৈরাগী বেশ কিছুক্ষণ পর তার ছেলে ও ভাগ্নের নৌকা থেকে পড়ে যাওয়ার ঘটনাটি টের পান। এরপর ঘের থেকে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবার-পরিজনসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply