উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের বি-পাটনা গ্রামে শ্রীবাসচন্দ্র ওরফে মন্টু দাশের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়; ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
মন্টু দাশের স্ত্রী জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে গেটের তালা ভেঙে আটজন ডাকাত ঘরে প্রবেশ করে। ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার, ৪০ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরাসহ অন্যান্য মালামাল লুটে নেয়।
মন্টু দাশ বলেন, গতকাল (সোমবার) ব্যাংক থেকে ২০ হাজার টাকা উত্তোলন করি। ডাকাতদল ঘরে ঢুকে সেই টাকা কোথায় তা জানতে চায়। আমার মনে হয় এটা পূর্বপরিকল্পিত। এর সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। ডাকাতদলের সদস্যদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে হবে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা ডাকাতি নয়; মন্টু দাশের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।