আবুল হাসেম, চট্টগ্রাম : ৩০ আগষ্ট, চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক সড়ক দূর্ঘটনায় মামত ফুফতো ভাই নিহত হয়েছে। পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস সড়কের শেয়ান পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, আরমান ও রিফাত নামের দুই যুবক বাইসাইকেল নিয়ে যাওয়ার পথে বাইপাস সড়কের শেয়ান পাড়া এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা হলো পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের আরমান উদ্দিন ও তার মামতো ভাই শোভনদন্ডী গ্রামের লিফাতুল ইসলাম। নিহতরা পরস্পর মামতো ফুফতো ভাই বরেল জানা গেছে।
পটিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর বিমল ভৌমিক জানান, মামত ফুফতো ভাই বাইসাইকেল যোগে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয়ের দ্রুত গতির গাড়ী তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে।
নিখোঁজের ১০ দিন পর মন্দির থেকে উদ্ধার হলে শ্রীধাম সাধু
আবুল হাসেম, চট্টগ্রাম ঃ শ্রীধাম দাশ (৪৯) নামের এক সাধুকে নিখোঁজের ১০ দিন পর পাশ্ববর্তী উপজেলার এক মন্দির থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়র্নে শিলালিয়া গ্রামের এক মন্দির থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারকৃত শ্রীধাম দাশ পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরি এলাকার জলদাশ পাড়ার হরিসাধন দাশের ছেলে।
উদ্ধারকৃত শ্রীধাম দাসের পরিবার জানান, গত ২১ আগষ্ট শ্রীধাম কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ আগষ্ট পটিয়া থানায় একটি জিডি করেন তার বারা হরিসাধন দাস। এরপর থেকে পটিয়া থানা পুলিশের দল তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। এক পর্যায়ে গত রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার উপজেলার পরেকোড়া ইউনিয়নের শিলালিয়া গ্রামের একটি কালি মন্দির থেকে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যপারে পটিয়া থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম জানান, শ্রীধাম সাধু নামের এক ব্যক্তি গত ১০ দিন আগে নিখোঁজ হন। তাকে আনোয়ার থানারএকটি কালি মন্দির থেকে রবিবার মধ্যরাতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারনে সে নিখোঁজ ছিল তা জানা যায় নি। উদ্ধারকৃত শ্রীধাম অসংলগ্ন আচরন করছে। স্বাভাবিক হলে তার সাথে কথা বলে নিখোঁজের কারন জানার চেষ্ট করব
Leave a Reply