পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মামুন নামের এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর এলাকায় একটি পরিত্যাক্ত ইটভাটার ভেতরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতার মোর্শেদ জানান, নিহত মামুন পটুয়াখালীর নিউমার্কেটের একজন জুতা ব্যাবসায়ী। গত রাতে মামুন বাসা থেকে বেড়িয়ে রাতে আর ঘওে ফেরেনি। সকালে পরিত্যাক্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। মামুনের ক্ষতবিক্ষত লাশ দেখে ধারনা করা হচ্ছে কোন পরিচিত ব্যাক্তি পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। অপরাধী সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply