পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজার ও পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি বাজারে ২টি অনুমোদন বিহীন ক্লিনিক পরিচালনা করে প্রতিনিয়ত অসহায় রোগীদের প্রতারিত করে আসছে ক্লিনিকের মালিক মোঃ শফিকুল ইসলাম ও স্ত্রী আঁখি।
সরজমিনে গিয়ে দেখা যায়,গ্রীন লাইফ ক্লিনিক মোঃশফিকুল ইসলাম এর ২টি ক্লিনিকের একটিরও নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন। নেই কোন অভিজ্ঞ ডাক্তার ও প্যাথোলজিষ্ট। ২টি ক্লিনিকেই প্যাথোলজিষ্টের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান ২টির মালিকের স্ত্রী আঁখি যার নেই কোন প্যাথোলজিষ্টের সনদ ও অভিজ্ঞতা। এভাবে প্রশাসনের নাকের ডগায় অনুমোদন বিহীন ক্লিনিক দিয়ে মানুষকে প্রতারিত করে আসছে প্রতিনিয়ত।
সর জমিনে গিয়ে ক্লিনিকের মালিক শফিকুলের কাছে অনুমোদনের কাগজপত্র চাইলে সে দেখাতে পারে নাই এবং প্যাথোলজিষ্ট এর কোন সদন বা অভিজ্ঞতার কাগজপত্র দেখাতে পারে নাই।
[…] অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা পটুয়াখালীতে মাধবপুর বাজারেও ধরান্দী … ব্রিটেনে ৪ লাখের বেশি পাসপোর্টের […]
[…] পটুয়াখালী জেলা প্রতিনিধি […]
[…] […]
[…] সোহেল রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়পাখালীর গলাচিপায় সোহরাব গাজী (৪৫) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে র্যাব-০৮। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আজ সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত সোহবার আমখোলা ইউপির কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে। র্যাব জানায়, ধৃত সোহরাব শিকার করেছে সে মানবপাচারকারী চক্রের একজন সদস্য। ওমানে অবস্থানকারী তার ছেলে সাইফুল এবং কুমিল্লার গনি মিয়ার যোগসাজসে দীর্ঘ দিন ধরে সে অবৈধভাবে ওমানে মানবপাচার করে আসছে। গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিন শহর মিজদায় আন্তর্জাতিক মানবপাচার চক্র অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরন করে মুক্তিপন না পাওয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করে। এর পর র্যাব-৮ তৎপর হয়ে বিভিন্ন এলাকায় অবস্থানকারী মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ শুরু করে এবং অতি দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা শুরু করে। […]