পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজার ও পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি বাজারে ২টি অনুমোদন বিহীন ক্লিনিক পরিচালনা করে প্রতিনিয়ত অসহায় রোগীদের প্রতারিত করে আসছে ক্লিনিকের মালিক মোঃ শফিকুল ইসলাম ও স্ত্রী আঁখি।
সরজমিনে গিয়ে দেখা যায়,গ্রীন লাইফ ক্লিনিক মোঃশফিকুল ইসলাম এর ২টি ক্লিনিকের একটিরও নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন। নেই কোন অভিজ্ঞ ডাক্তার ও প্যাথোলজিষ্ট। ২টি ক্লিনিকেই প্যাথোলজিষ্টের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান ২টির মালিকের স্ত্রী আঁখি যার নেই কোন প্যাথোলজিষ্টের সনদ ও অভিজ্ঞতা। এভাবে প্রশাসনের নাকের ডগায় অনুমোদন বিহীন ক্লিনিক দিয়ে মানুষকে প্রতারিত করে আসছে প্রতিনিয়ত।
সর জমিনে গিয়ে ক্লিনিকের মালিক শফিকুলের কাছে অনুমোদনের কাগজপত্র চাইলে সে দেখাতে পারে নাই এবং প্যাথোলজিষ্ট এর কোন সদন বা অভিজ্ঞতার কাগজপত্র দেখাতে পারে নাই।