পটুয়াখালী সদরের গোরস্থান রোড সাউথ কিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পিংকি (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই-২০২০ ইং) সকালে সাউথ কিং আবাসিক হোটেলের ৯০৩ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে এবং মর্গে পাঠায় পুলিশ।
সাউথ কিং আবাসিক হোটেলের ম্যানেজার ইমাম হোসেন জানান, ৩ দিন আগে স্বামী স্ত্রীর পরিচয়ে হোটেল রেজিস্টারে নাম ঠিকানা উল্লেখ করে পিংকি (২৪) ও রাহাত (৩০) সাউথ কিং হোটেলের ৯০৩ নম্বর কক্ষে অবস্থান করছিল। খুলনার খালিশপুরে তাদের বাড়ীর ঠিকানা উল্লেখ করা হয় ꫰ শুক্রবার সকাল ৭টার সময় ওই নারীর স্বামী নাস্তা আনতে বাহিরে যান এবং নাস্তা নিয়া ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় তার স্ত্রী ফ্যানের সাথে ঝুলছে। পরে আমাদেরকে জানালে পুলিশে খবর দেওয়া হয় ꫰
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকতার মোর্শেদ বলেন, ওই নারী ফ্যানের সাথে গলায় গায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ꫰ জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে থাকা স্বামী পরিচয়ে রাহাতকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে
এ জাতীয় আরো খবর..
Leave a Reply