দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন বলেছেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা আমাদের নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পেতে গাছের কোনো বিকল্প নাই। বর্তমান বর্ষা মৌসুমে তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসুচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। করোনা মহামারীর এই সময় আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তাই বাইরে ঘুরে না বেরিয়ে আমরা যদি গাছ লাগিয়ে তার পরিচর্যা করি, তাহলে সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। এ ক্ষেত্রে আমরা যেমন করোনা থেকে বাঁচবো, তেমন পরিবেশ রক্ষায় ভুমিকা পালন করবো। সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। ২৪ জুলাই শুক্রবার সকালে দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের শেখপুরা রেলগেট সংলগ্ন শহিদুল্লাহ মোড়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত বৃক্ষ রোপন কর্মসুচি-২০২০ উপলক্ষে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান মেহের সুলতানা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র, দিনাজপুর শহর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, আওয়ামী লীগ নেতা প্রভাষক মোঃ মাসুদ হোসেন। শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বে একই স্থানে একটি গাছে চারা রোপন করেন প্রধান অতিথি।