মারুফ হাসান রোমেল,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের পাঁচবিবি স্টেশনে যাত্রা বিরতির শুভ উদ্বোধন করা হয়েছে । পাঁচবিবি স্টেশনে ট্রেনটি রবিবার সকাল ১০ টায় এসে পৌঁছালে ড্রাইভার ও পরিচালককে
আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়।
উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুন্ডুর সভাপতিত্বে, স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের অর্থ বিভাগের কর্মকর্তা গোলাম রব্বানী বাবু, নাট্যকার ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, স্টেশন মাষ্টার আঃ আওয়াল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী ও দেওয়ান সিরাজুল ইসলাম সহ অনেকেই।
পাঁচবিবিতে তিতুমীর ট্রেন যাত্রাবিরতির জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় সাংসদ,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ আন্দোলনে অংশগ্রহন করা সকলকে ধন্যবাদ জানান বক্তারা।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরহাদ আলম জুয়েল জাতীর দেনিক সূর্যোদয়কে বলেন, আমাদের পাঁচবিবি বাসীর দীর্ঘদিনের আন্দোলনের সুফল আজ আমরা আংশিক পেলাম। আরো বেশ ক’টা আন্তঃনগর ট্রেন এই পথেই চলাচল করলেও যাত্রাবিরতি নেই সেইসব ট্রেনের বিরতীর জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এছাড়া স্টেশনের কিছু অনিয়ম দূর করতে অন-লাইনে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় বিক্রয়ের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষর প্রতি অনুরোধও করেন তিনি।