পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ- প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার সিআইজি কৃষক সংগঠনের সভাপতি-সম্পাদকদের নিয়ে এ কংগ্রেস এর আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার বিশ^জিৎ দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান, উত্তম কুমার কুÐ, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন মোড়ল, দেবদাশ রায়, এসএম মফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হোসেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের নিবন্ধিত ১০০টি সিআইজি সংগঠনের কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।