নিরেন দাস,জয়পুরহাটঃ-
বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে গঠিত ওয়ান বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ২৫ মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস ও পাকিস্তান কে এই গণহত্যা স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে জয়পুরহাট সদরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধন ও সন্ধ্যায় শহীদ আবুল কাশেম ময়দানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে এই সংগঠনটি।
এসময়ে উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার সভাপতি শামিম আজিজ সাজ, জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী,সংগঠনের সহ-সভাপতি এটিএম আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক সরকার তানভীর আহমেদ,
কোষাধ্যক্ষ আহসান হাবিব মুন, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক বিবেক মোর,সদস্য পল্লবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..