পাগলীর গর্ভে জন্ম নিল ছেলের সন্তান দায়িত্ব নিলেন হোসেনপুরের ইউ এনও
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
এক মানসিক ভারসাম্যহীন পাগলীর গর্ভে জন্ম নিয়েছেন একটি ফুট ফুটে পুত্র সন্তান। এ সন্তানের পিতৃত্ব দাবি করেনি কেউ। মা সন্তানের দেখভাল করার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুমদী ইউনিয়নে। স্থানীয়দের বরাতে জানা যায় ১২ জুলাই (সোমবার) উপজেলার রামপুর বাজারে প্রসব ব্যথায় কাতরাছিল অপরিচিত মানসিক ভারসাম্যহীন নারী।
ঘটনাটি টের পেয়ে বাজারের পাশের বাড়ির আমির উদ্দিনের মেয়ে সাবিনা ও জেসমিন পাগলিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে নরমাল ডেলিভারি করায়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান সংশ্লিষ্ট ইউএনও রাবেয়া পারভেজ।
তিনি সেখানে উপস্থিত হয়ে নিষ্পাপ শিশুটিকে কোলে তোলে নেন।
ইউএনও রাবেয়া পারভেজ বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর নরমাল ডেলিভারি হলেও নানান জটিলতা লক্ষ্য করি। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। শিশুটিকে দত্তক নেয়ার জন্য অনেকেই যোগাযোগ করছেন। তাদেরকে দেখা করার কথা বলেছি। যাচাই বাঁচাই করে আদালতের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নাসির উদ্দীন বলেন, মা ও সন্তান সুস্থ আছে। তবে তাদের প্রয়োজনীয় আরো সেবা যত্নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।