পাবনার ফরিদপুর উপজেলায় সাঁড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জালু সরকার নামের ৫০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত জালু সরকার উপজেলার ধানুয়াঘাটা গ্রামের পুকারী সরকারের ছেলে।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,ধানুয়াঘাটা গ্রামের সকাল ১০ টার দিকে জালু সরকার প্রতিবেশী জিল্লুর রহমানের ছোট্ট শিশুকে তার বসত বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় আশেপাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করেন।পরে স্হানীয় লোকজন জালু সরকারকে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায়, নারী ও শিশু নির্যাতন ১০ ধারা মোতাবেক মামলা দায়ের করেন, মামলা নং০৫, এবং শিশুটিকে ও সি সি সেন্টারে প্রেরণ করা হয়।