আবু সাইদ (ফরিদপুর) পাবনা।
উত্তর বঙ্গের পিয়াজের হাটের মধ্যে পাবনা জেলার ধানুয়াঘাটা হাট, আতাইকুলা হাট এই দুইটা হাটে পিয়াজের দাম বৃদ্ধি হওয়াতে কৃষকের মধ্যে হাসি দেখা যায়। আজ ধানুয়াঘাটা হাটে ঘুরে পিয়াজের দাম ৩২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েচে। এটাতে কৃষকেের মুখের বুলি শোনা যায় পিয়াজের অনেক ঝাঁজ। গত সপ্তাহে পিয়াজের বাজার কিছুটা কম ২২০০-২৪০০ থাকলে ও এ সপ্তাহে সব হাট গুলো তে পিয়াজে বাজার অনেক বেশি। তবে হাট ঘুরে কৃষকদের সাথে কথা বললে মো জহুরুল হোসেন বলেন দাম এতো বেশি হবে আমার জানা ছিলো না আমার এখনো অনেক পিঁয়াজ আছে তারাতারি বিক্রি করে দিবো। কারণ পিঁয়াজের দাম আবার কমে যাবে। পিয়াজ ক্রেতা আঃ আলিম জানান,এই সপ্তাহের মধ্যে পিয়াজের (ঝাঁজ) দাম কমে যাবে। তবে পাবনার বিভিন্ন উপশহর গুলোতে ভোক্তা অধিকার আইনে নির্বাহি ম্যাজিস্ট্যাট গন বেশি দামে পিয়াজ বিক্রি করা কারণে জরিমানা করেছে। এবং অভিযান গুলো অবাহত আছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..