নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে ২৭টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সামন্তগাতী গ্রামের কৃষক সমীর গাইনের (৪৮) খেত থেকে ২৭টি গাঁজাগাছ জব্দ করা হয়।
শুক্রবার(১২ই মার্চ) দুপুরে সমীর গাইনের ঘরের পেছনে খেত থেকে গাছগুলো উদ্ধার করা হয়। এ সময় সমীর গাইনকেও আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সামন্তগাতী গ্রামের মৃত সুধীর গাইনের ছেলে সমীর গাইন বসতবাড়ির পাশে একটি খেতে গাঁজার চাষ করেন। শুক্রবার (১২ই মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে খেত থেকে ২৭টি গাঁজাগাছ উদ্ধার করে।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমীর গাইনের ঘরের পেছনে একটি খেত থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক সমীরের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য,এর আগেও গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার খেঁজুরতলা গ্রামের বাবুল খানের ঘেরের জমি থেকে ১৪টি গাঁজাগাছ জব্দ করে পুলিশ। ঘেরের মালিক বাবুল খান উপজেলার শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।