পিসিআর মেশিন নষ্ট: কিশোরগঞ্জে করোনার নমুনা পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট হওয়ার ফলে দুদিন যাবৎ করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিসিআর মেশিনটি বৃহস্পতিবার থেকে হঠাৎ নষ্ট হয়ে যায়। এতে করে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছেনা। পিসিআর মেশিন নষ্ট থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার ৮/৯ জুলাই এ দুদিনে চার শতাধিক স্যাম্পল জমা পড়েছে বলে জানা গেছে।
এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যায়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলেছেন তিনি।
তারা শনিবার সকালে প্রকৌশলী পাঠানোর কথা রয়েছে। মেশিনটি মেরামত করা গেলে শনিবার বিকাল থেকে আবার কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন। গত বছরের ৩১ মে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়।