সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির তেতৈয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার ও সিমরান আক্তার।
কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার জানান, সকালে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় সিমি ও সিমরান। দীর্ঘক্ষণ পর তারা না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পুকুরে গোসল করতে গিয়েছিল দুই শিশু। পানিতেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply