জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
আবু তাহের পিতা- মরহুম আইয়ুব আলী, সাং- শিরোমণি থানা- খানজাহান আলী গত ৬ ফেব্রুয়ারী ‘২১ তারিখে পারিবারিকভাবে ইসলামি শরিয়া মোতাবেক রাণী খাতুন পিতা- কবির মোল্লা, সাং- পেরুলী, থানা -কালিয়া, বিবাহ সম্পন্ন হয়। সেই থেকেই পারিবারিক স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আসছে আবু তাহের।
জানা গেছে উভয়ের পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকেই স্ত্রী রাণী খাতুন কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাবার বাড়িতে চলে যায় এবং স্বামী আবু তাহেরের বৃদ্ধ মাতাসহ ভাইবোনদের ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে গত ২০ ডিসেম্বর ‘২১ তারিখে স্বামী আবু তাহেরের অনুপস্থিতিতে ঘরে থাকা ৯০ হাজার টাকা ও ব্যবহারিত স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা মালামাল নিয়ে পিত্রালয়ে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় স্বামী-স্ত্রী কে ফেরত আনার জন্য অনুরোধ জানালে ও কর্ণপাত করেননি। স্ত্রী ও তার পরিবার আরও বিভিন্ন সময় হামলা-মামলার ভয় ভীতি প্রদান করে আসছে। অসহায় স্বামী ন্যায় বিচার দাবিতে খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিজ্ঞ আইনজীবির সহযোগীতায় খুলনা জর্জ কোটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ রাণী খাতুনের কাছে পাঠানো হয়েছে।
এরপর থেকেই স্ত্রীর পরিবার আরও ভয়ভীতি ও মামলা-হামলার হুমকি দেখাতে থাকে আবু তাহেরকে এমতাবস্থায় নির্যাতিত আবু তাহের ন্যায় বিচার পাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সকল সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন