আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে গত ২ এপ্রিল ২০২১ইং পুলিদা নামের এক মহিলাকে কয়েকজন নৃশংসকারী নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতের আইলে ফেলে রেখে যায়। এই ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Surjodoy.com
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর সুদৃঢ় পরিকল্পনায়
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হুমায়ুন ফরিদ তার বিচক্ষণতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে হত্যা মামলার প্রধান আসামি একই এলাকার মোঃ আরশেদ আলীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাজাইল গ্রাম থেকে গত কাল তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
The Daily surjodoy
বিজ্ঞ আদালতে আসামীর শিকারোক্তিমুলক জবানবন্দির মাধ্যমে এই হত্যা মামলার আসল ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। হত্যার ৪১দিনে প্রধান আসামি গ্রেফতার করে ব্যাপক আলোরণ সৃষ্টি করেছেন বিচক্ষণ পুুলিশ অফিসার এস আই হুমায়ুন ফরিদ। ভুক্তভোগী পরিবার আসামিকে দ্রুত সময়ে গ্রেফতার করায় তাকে ধন্যবাদ জানান।