এদের মধ্যে ৬লিটার চোলাইমদ সহ আটক করা হয় উপজেলার পোরশা ননশাই গ্রামের মৃত ভুখা সিং এর ছেলে শ্রী রোপেন সিং (৪৭), পোরশা পূর্ব পাড়া গ্রামের উসমানের ছেলে ইব্রাহীম (২৮) এবং আরোও ১০ লিটার চোলাই মদ সহ পশ্চিম দেউলিয়া হিন্দু পাড়া গ্রামের মসলু ওরাও এর ছেলে সম্রাট ওরাও (২৮) আটক করে থানা পুলিশ।
একই দিনে ২শ গ্রাম গাঁজা সহ ঘাটনগর ধামালপুর গ্রামের সমরু লাকড়ার ছেলে শ্রী উকিল লাকড়াকে আটক করা হয়। এছাড়াও ওয়ারেন্টভুক্ত মরাকাটা গ্রামের মৃত ইসা মন্ডলের ছেলে আজিজ মন্ডল (৫২) কে আটক করা হয়েছে।
এ ঘটনায় উপরোক্ত আসামীদের পৃথকভাবে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান।