রাজধানীর আরামবাগে পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সাড়ে তিনটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
আরামবাগে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। পরে পুলিশও লাঠিচার্জ করে। এতে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুঁড়তে থাকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে। তাদের হামলায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।
এর আগে সরকার পতনের একদফা দাবিতে সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় জামায়াত-শিবির কর্মীরা। অনুমতি না পেলেও মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করতে চেয়েছিলো তারা। শেষ পর্যন্ত নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই সমাবেশ করে দলটি।