নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের খাবারের সিন্ডিকেটের কাছে রুগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা জিম্মি।
জনসাধারণের অভিযোগের ভিত্তিতে, সংবাদকর্মীরা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে খাবারের অনিয়াম দুর্নীতি ও রুগীর খাবারের সিন্ডিকেটের সত্যতা পাই।
নাম প্রকাশে অনিচ্ছুক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা জানান, রুগীর খাবারের অনিয়মটি দীর্ঘদিন ধরেই চলে আসছে,তারা রুগীর খাবার প্রদানকারী ঠিকাদার প্রতিষ্ঠানকে। খাবারের মান সরকারী মেনু অনুযায়ী খাবার প্রেরণ করার কথা বারবার বলা হলেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করেন না।
সরজমিনে গিয়ে সংবাদ কর্মীরা দেখতে পাই যে,
৪/১০/২০২১শে, রোজ মঙ্গলবার সরকারী নিয়ম অনুযায়ী খাবারের তালিকায়, দুপুরের খাবার মুরগীর মাংশ ও শাক সবজীর কথা বলা থাকলেও, তারা দুপুরের খাবারে মাছ ও আলু দিয়ে দায় সারা কাজ সেরেছে। এবং রাত্রের খাবারের মেনুতে মুরগীর মাংশ ও শাক সবজী দেবার কথা থাকলেও, তারা সরকারী খাবারের মেনুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আলু ও মাছ দিয়ে দায় সারা কাজ সেরেছে।
মাননীয় প্রধান মন্ত্রী মানবতার মা শেখ হাসিনা ও মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন,ও খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম পি স্বাস্থ্য খাতেকে উন্নত করার লক্ষ্যে সুনামের সহিত নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এধরণের সিন্ডিকেট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের ভাব মুর্তি নষ্ট হচ্ছে।