নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধঃ
নওগাঁর পোরশা উপজেলা নিতপুর খাদ্যগুদামে ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন ঢাকা নিজ বাস’ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার (এম.পি) বোরে ধান সংগ্রহের উদ্বোধন করেন।
রোজ বুধবার ২৮ /০৪/২০২১ইং সকাল ১১টায় সময় পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম ও সরাইগাছি খাদ্য গুদাম স্থানীয় ভাবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
এসময় আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সফল সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, পোরশা উপজেলা কৃষি অফিসার মাহফুজ অালম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও সরাইগাছি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোরাব আলী, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, ধান চাষীগন অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ
অত্র নিতপুর থাদ্য গুদামে ও সরাইগাছী খাদ্য গুদামে সর্বমোট ১১০২মেট্রিকটন বোর ধান ক্রয় করবেন ২৭ টাকা প্রতি কেজি দরে সংগ্রহ করা হবে, বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Leave a Reply