নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী এতিমদের সাথে ইফতার করলেন। সোমবার সন্ধায় তিনি উপজেলার নিতপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করেন এবং ৫০জন এতিমের সাথে ইফতার করেন। ইফতার শেষে তিনি বাবা-মা হারা ওই এতিমদের সাথে কথা বলেন এবং সব রকমের সহায়তার আশ্বাস দেন।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম হাফিজ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, কুসুমকলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পাদক শফিউর রহমান শিমুল, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।