নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
বোতলের গায়ে মোড়ক বিহীন ঔষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে নওগাঁর পোরশায় শিশা রশিদা ফিলিং স্টেশনের মালিক আবদুস সবুরের ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তার ফিলিং স্টেশন প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। তার সাথে ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ শরিফুল ইসলাম ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা জানান, লাইসেন্স ছাড়া মৎস ও পশুর ঔষুধ বিক্রি করা হচ্ছে জেনে তিনি ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। সেখনে মোড়ক বিহীন ও মেয়াদ উত্তীর্ণ এসটি মেট, লিভ বোস্ট, এন্টি গাউট, টক্্িরনীল, ডেক্্েরানেক্্র ও এলজি প্লাস জাতীয় বিপুল পরিমান মৎস ও পশুর ঔষুধ উদ্ধার করা হয়। এ সময় বে-আইনি ভাবে মেয়াদ উত্তীর্ণ ও মোড়ক বিহীন ঔষুধ রাখার দায়ে ফিলিং স্টেশনটির মালিক শিশা বোরাম গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবদুস সবুরের ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও উদ্ধারকৃত ঔষুধ গুলি ধ্বংস করে ফেলা হয় এবং তাকে প্রথমত সতর্ক করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..