নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
হাটের অছিলায় কলেজ প্রতিষ্ঠা হলেও আজ হাট বিতাড়িত!
২০-০৪-২০২১ ইং রোজ মঙ্গলবার।
নওগাঁ জেলার পোরশা উপজেলাধীন গাংগুরিয়ার মাটিতে ১৯৮৭ ইং সালে “গাংগুরিয়া কলেজ” নামে একটি কলেজ প্রতাষ্ঠা হয়। কলেজ টি প্রতিষ্ঠা লগ্নে অর্থ সংকটে পড়লে ঐতিহ্যবাহী
“গাংগুরিয়া হাটের” অংশ হিসেবে কলেজ মাঠে “গরু ও ছাগল” এর হাট বসানো হয়।প্রাথমিক পর্যায়ে গরু ও ছাগল হাট টি সরকারের হাট ইজারার বাইরে থাকায় খাজনার সমুদয় অর্থ দিয়ে কলেজ টি সুষ্ঠভাবে পরিচালিত হয়েছিলো।
পরবর্তীতে গরু ও ছাগলের হাটটিও সরকারের ইজারার আওতায় আনা হলেও ইজারাদাররা নিজ তহবিল থেকে কলেজকে প্রতি বছর কিছু অর্থ সহযোগীতা করে আসতেছিলো। কিন্তু ১৪২৮ বাংলা সনে(২০২১) এসে কলেজ সে অর্থ হাত ছাড়া করলো এবং যে হাটের অছিলায় কলেজের প্রতিষ্ঠা ও উন্নয়ন,
সেই হাটকেই আজ কলেজ ছুড়ে ফেলেছে। ইজারাদার কলেজ কর্তৃপক্ষের পছন্দের ব্যাক্তিকে “মুরগি হাটি” ইজারা না দেওয়ায় এই করোনা কালীন সময়ে কলেজ মাঠে গরু, ছাগল ও মুরগীর হাট বসানোর অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
বিকল্প হিসেবে রাস্তার পাশে গরু,ছাগল ও মুরগী হাট বসাতে বাধ্য হয়েছে ইজারাদার। এবং এতে করোনাকালীন সময়ে সামাজিক দূরুত্ব বজায় রাখা সম্ভব হয়নি।