বিজ্ঞপ্তিঃ- গত ২৩ নভেম্বর মঙ্গলবার ২০২১ খ্রি:তারিখে red card toitong নামের একটা ভূয়াঁ ফেইসবুক আইডি থেকে প্রচারিত “হাবিব উল্লাহ নামের একজন ইলেক্টিশিয়ান চাদাঁ দাবী ও হুমকি দেওয়ার বিষয় নিয়ে চেয়ারম্যান এবং মেম্বারের দৃষ্টি আকর্ষণ ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের জালিয়াচাং এলাকায় দিল মোহাম্মদ নামের এক ব্যাক্তি একই এলাকার হাবিব উল্লাহ মিটারের জন্য টাকা দেন,পরে মিটার দিতে দেরি হলে । ওই ব্যাক্তি এলাকার মানুষ কে ১৫হজার টাকা চাঁদা দাবি করছেন বলে মানুষকে সম্পুর্ন অসত্য ও ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে একটি ভূয়া red card toitong নামের ফেইসবুক আইডিতে। উক্ত ঘটনার সাথে হাবিব উল্লাহ কোন প্রকার চাঁদা দাবি করে নাই। উক্ত ঘটনার সাথে দিল মোহাম্মদ চাঁদা দাবীর বিষয়টি উল্লেখ করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন একটি কুচক্রী মহল হাবিব উল্লাহ কে হেয়প্রতিপন্ন করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভূয়া ফেইসবুক আইডির মাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তকর সংবাদ প্রচার না করার জন্য এলাকারমানুষ মহলকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।